ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলজুড়ে প্রস্তুতি
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
জেলায় জেলায় প্রস্তুতি সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এলাকাবাসীকে সচেতন করার জন্য মাইকিং করার সিদ্ধান্ত হয়। কয়েকটি জেলায় সরকারি ও বেসরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় রোববার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
১২৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
0 Comments